তখন আমি দশম শ্রেনি উঁচু ক্লাসে স্কুলে
তোর সাথে সেই প্রথম দেখা ফ্রক বিনুনি চুলে...
লাগতো ভাল তোকে দেখে , ভাসতো যে সুখ
খোলা পালে লাগিয়ে হওয়া নাও চালানোর মতন।
টুকরো সাদা উড়ো মেঘে ভাসত যে মন তোকে নিয়ে ,
সুধুই তোকে  ভেবে ।
জানিনা তুই ভাবতি কিনা জানতে পারিনি যে ।


হারিয়ে গেলি সেই কবে তুই, আমিও আপন পথে
মনের মধ্যে আবছায়া তুই ধুসর ছবির ফ্রেমে,
আজ আমি সেই তোকে দেখি চারেক যুগের পরে
আমারই তুই বীপরিতে ঋষিকেশের পথে।


আমি এখন সাদা পাকা তুই ভারিক্কি ঘোমটা আঁটা ,
ছেলেমেয়ে লালটিপ তোর গিন্নিবান্নি বেশে ।
তবুও যে আজও আমার বড্ড ভাল লাগার তুই ...
তোর সাথে সেই প্রথম দেখা ফ্রক বিনুনি চুলে...
--------------------
অমিতাভ (১০.৩.২০১৭)