যাদের ঘামরক্তে ঘোরে মূল অর্থনীতির চাকা,
আজ তকমা লাগে তারই গায়ে সে নাকি এক পরিযায়ী বোঝা।


টাকা নাই হাতে নাই দুমুঠো অন্ন তার পেটে,
ওদিকে বলে ওরা - দূর হ' হতভাগা কাজ নাই কেন পড়ে পিছে?


ধু ধু ওই উন্মুক্ত পথ পড়ে আছে দেখ - সামনে দেদার,
চালিয়ে পা'চাকাটা তোর বিদায় হ'না এবার - সামনে থেকে।
______________________
অমিতাভ (৬.৬.২০২০)


** করোনার ভয়াল পরিণতি, ওরা আজ শাঁখের করাতে , না ঘাটে না ঘরে কোথাও আশ্রয় নেই।