ঝড়ের রাতে হারিয়ে যাওয়া
আমার হলুদ পাখি তুই,
ওরে আমার প্রানসজনী –
আমায় দিসনে ফাঁকি তুই ।


কেনই বা তুই কাছে এলি
এই মনটারে তুই লুটে নিলি,
কেন তবে ঝড়ের রাতে
হারিয়ে গেলি তুই ।
বল নারে তুই হলুদ পাখি
বল না আমায় তুই ।


তোরেই শুধু খুঁজে বেড়াই
ভিড়ের মাঝে একলা যে আজ
বন্ধু প্রিয়া প্রানসজনী –
আমার হলুদ পাখি তুই ।


আলতো করে চুমু খাব
আদর করে জড়িয়ে নেবো
রাখবো তোরে বুকের মাঝে
পাখি আয়না ফিরে তুই ।


ঝড়ের রাতে হারিয়ে যাওয়া
আমার হলুদ পাখি তুই ।
================
অমিতাভ (১৮।৫।২০১৩)
সকাল ৬-১৫, বাড়ি