আজও আমি প্রতি রাতে -রই যে বসে দুয়ার খুলে
জোত্স্না ভেজা রাতে ।
মিষ্টি হেসে বসবে পাশে - বলবে তুমি হেসে
এইতো আমি পাশে ।


স্নানের পরে ভেজা চুলে - সদ্যস্নাত সতেজ মুখে
রোজ সকালে দেখি তোমায় - আমার মানস চোখে ।
গহীন রাতে বসি যখন - চাঁদ তারাদের সাথে
তোমার নুপুর পায়ের রিনিঝিনি - মৃদুমন্দ বাজে ।
মিষ্টি হেসে তখন আমায় বলবে তুমি হেসে –
এইতো আমি পাশে ।


মায়ায় ভরা ঐ দু নয়ন - মাতাল করা গন্ধ দেহের
ভাবি বসে বিভোর হয়ে - বিজন বাতায়নে ।
ঐ কোমল হাতে জড়িয়ে আমায় -বলবে তুমি হেসে
‘কিসের এত ভাবনা তোমার’ -
এইতো আমি পাশে ।


অবুঝ এ’মন পাগল পারা - তোমার কথা ভেবে ,
একটু সুখের কাঙাল আমি - তোমার ছোঁয়া পেতে ।
সুখের পরশ পাওয়ার লাগি -বাড়াই দুটি হাত
স্মিত হেসে লও যে বিদায় - আঁধারে হারায় ।


আজও আমি প্রতি রাতে -রই যে বসে দুয়ার খুলে
জোত্স্না ভেজা রাতে ।
মিষ্টি হেসে বসবে পাশে - বলবে তুমি হেসে
এইতো আমি পাশে ।
             =====================
অমিতাভ (২৯।৩।২০১৩) রাত্রি ১-৩০
(বাড়ি)