এ ধরনী হতে বিদায় লয়ে যেতে হবে সকলেরে
আপনার ধন যত কিছু আছে  সবকিছু  ফেলে দিয়ে ।
যেতে হবে তারে যেতেই হবে সবকিছু ত্যগ করে -
জানিনা কেমনে কিভাবে কখন কোন সে অজানা পথে ।


পৃথিবীর ধন পৃ্থিবীরে দিয়ে
যেতে হবে এই গ্রহটিরে ছেড়ে ,
দুর হতে দুরে হয়তো বা কত আলোকবর্ষ দুরে –
কোনও অজানা অচীনপুরে ।


জানিনা কোথায় ঠাঁই - সেকি কোনও ছায়াপথ
নাকি নিস্তব্ধ কোনও নির্জন অজানা নক্ষত্র ভূমে ?


তবু কেন যে এত দম্ভ বড়াই
কেন চারিদিকে শুনি শুধু চাই আরও চাই,
কিছুই তো যাবেনা সঙ্গে দেহের -
শ্মসানে কবরে সবই যাবে মিশে ।


উচ্চ নীচ জাত পাত আর ধর্মের লড়াই
মনুষ্যত্য ভুলে গিয়ে এক বেআব্রু দেমাকি বড়াই ।


হায়রে বিধাতা – জানেনা কি সে ?
মরণ শিয়রে দাঁড়াবে যে এসে ।
এক লহমায় শেষ হয়ে যাবে যত আস্ফালন
সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে – শিয়রে তোর সমন !


কোথায় ভালবাসা মায়াবিনী প্রেম , জোছনায় মাখা রাত ,
ঘাসের শিষে শিশিরের জল , মাএর আশির্বা্দ?
কোথায় মাএর নরম অঙ্ক , প্রেয়সীর এলো চুল
মাতাল করা গন্ধ দেহের  স্বপ্নীল বিচরন ?


পৃথিবীর ধন পৃ্থিবীরে দিয়ে ভিখারি সব তখন ,
নেই আর কোনও ভেদাভেদ কোনও দম্ভ নির্যাতন ।
ছড়িয়ে পড়া ফুলের পাপড়ি ধুলো কাদা মেখে গায় -
সবুজ পাতা হলুদ হয়ে ঝরে পড়ে ধুলো গায় ।
============================
অমিতাভ (২২।৫।২০১৪) ১১-০০ , বাড়ি