লিখতে বসে দেখছি ভেবে এই লেখায় অনেক জ্বালা
কি করে কি লিখি বল ,এতে অনেক যে ডাল পালা ?
লিখবোটা কি বুঝতে গিয়ে , মগজ়্ ঝালা পালা !


কেউ বা বলে লিখছো লেখো তবে ছন্দ থাকা চাই
সঙ্গে  দেখো শব্দচয়ণ সঠিক হওয়া চাই ।
লিখছো লেখো , আপত্তি নেই -
তবে তাল মাত্রা পরিমিতী যেন থাকে ঠিক ,
চেতন্ মনন্ অলঙ্করন যেন পায় খুঁজে তার দিক্।


অবরোহী কি আরোহী বল ,এরা প্রাসঙ্গিক
নয়তো বা হাইকু লেখ কিংবা ‘লিমেরিক্’ ।
আধুনিক পদ্য লেখ কিংবা জাগতিক
সামাজ়িক , মানবিক কিংবা প্রাকৃতিক ।


বানান শেখা ,জূড়তে শেখা , শব্দের ব্যঞ্জন
নড়েই গেল দাঁত যে আমার, মাথা ভন্ ভন্ ।


কবিতা লেখায় যে ভাই এত বড় হ্যাপা
আগে জানলে ভুলেও তবে বাড়াতাম না পা ।


তবে লিখতে গিয়ে দেখি ফিরে – এঁরা লোকগুলো তো ঠিক্ !
বিকৃ্ত নয় , উদ্ধত নয় কিংবা ‘ফেনাটিক্ ‘ ,


কেমন যেন নেশা ধরায় , যায়না বলা ঠিক্,
দু পেগ্ কেন , বোতল টেনেও পাবেনা সেই ‘কিক্’ ।


অজানা ঐ নেশার খোঁজে, ঘুরে ফিরে ঘাপটি মেরে
কেমন ঘোরের মাঝে , আবার দেখি লিখতে বসি ঠিক্ ।
=======================
অমিতাভ (৬।৭।২০১৪) বিকেল ৬ -০০