এই সেদিনও  তুই আমি মিলে  –
খেলেছি পুতুল এক সাথে
রান্না বাড়ি ,উবু দশ কুড়ি –
কাঁচা আম মাখা দুপুরে ।


ধুলো কাদা মেখে খেলেছি দুজনে –
জামরুল কুল কুড়িয়ে
ভর দুপুরে চালতা তলায় –
চুপ করে বসে দুজনে ।


এখন আর নয় একসাথে আর –
তুই নাকি দশ পেরিয়ে
তোর সাথে আর মিশতে বারন –
বদলেছে নাকি ধরন গড়ন ।  


হাঁদারাম আমি বসে রই একা –
গালে হাত দিয়ে দুপুরে ,
আমি নাকি ছেলে তুই হলি মেয়ে –
ভিজে লাল হোয়েছিস সকালে ।  


গোমরা মুখে দিনগুলো কাটে –
বড় হতে থাকি দুজনে
অচিরেই দেখি ফুলে ফেঁপে তুই –
সরে না যে চোখ... কোন্ টানে ।


আমি বোকা হাঁদা অবাক নয়নে –
ফুলে ফলে ফুলে হয়ে যাস ধাড়ি
এ কেমন তর ভেলকিবাজি –
ছিলি তুই মেয়ে হয়ে গেলি নারী ।


গুটি সুটি মেরে ছিলি এতদিন –
শুঁয়োপোকা হয়ে কোটরে
প্রজাপতি হয়ে রঙিন পাখায়  -
দেখি তোরে আজ সমুখে ।
=================
আমিতাভ (১১।০১।২০১৪)