কিছু শব্দ...বর্ণ...উক্তি...
যন্ত্রনা...ফুর্ত্তি...যৌনতা...,
আউল বাউল খিস্তি খেউড় -
কিছু গদ্য দিয়ে কবিতা ।  


মাথায় শিকড় গোড়ায় কুড়ি
ছড়ানো ফুল , বারনারী –  


কি জানি কি মাথা মুন্ডু  
হারিয়ে ফেলি খেই ,
হুঁঃ ,যদি একটু পড়েই ফেল্লে বুঝে –
জেনো ওই কবিতায় কিসসসসু নেই ।


এটাই নাকি অত্যাআধুনিক
কবিতাগুলোর থিম্ ,
দুলাইন পড়েই খাই “সেরিডন” ,
মাথা করে ঝিম ঝিম ।
===========
অমিতাভ ( ২২.০৪.২০১৩ )