বেশ তো খাচ্ছো দেখি হামলে পড়ে গিলে
ঝালে ঝোলে অম্বলে রসিয়ে রসিয়ে ।
যা কিছু পড়ছে চোখে , নাল পড়ে জিভে
লুটে নাও ভরে নাও সদলবলে ঘিরে ।


অত্যাচারের নিশান ওড়াও কঙ্কালের ঢিবিতে    
ছলে বলে কৌশলে নিরীহের উপরে ।
অশ্রুনদী বয়ে যায় ......
জীবন্ত কবরের উপর ।


ভুরি ভুরি টাকা সাথে ভুরি ভুরি পাপ
সুরা নারী লাম্পট্যের দরাজ রাজ্যপাট ।
হাস্যে লাস্যে বৈভবে ,নীল রাত্রির বাসর
গড়েছ সুখের নীড় কত নিরীহ লাশের উপর !!


দর্পনে  দেখেছ মুখ  কখনও ভুল করে
প্রলেপের নিচে লুকোনো হিংস্র দানব নিজেরে ?
খায় তো শকুনও খায় , খায় হায়না পিরহানায়
তবে ঘামে রোদ্দুরে পুড়ে, অভাগা চাষীর পেটে ভাঙ্গা ক্ষুধ জোটে।


যে সাম্রাজ্যে তোমার আজ এত ঠাটবাট
জান কি কিসের উপর তার বুনিয়াদ ?
এ'দলে যারাই রও ,ধরনীর যেই কোনও কোনে
সাবধান !! পারবে তো বিবেকের দংশন নিতে?


সেদিন রইবেনা কেউ তোমার শিয়রের পাশে
নেবেনা পাপের ভার , তোমার ব্যভিচার
আর কৃতকর্মের অসহ্য ঐ যন্ত্রনার দায় !!


প্রসব যন্ত্রনা যেমন ভোলেনা কোনও মা
বিবেকের  দংশনও ছাড়বেনা তোমায়।
তাই এ'দলে যারাই রও শোষনের কারিগর
তিব্রতম  বিবেকের এই দংশনের পদাঘাত -
ছাড়বেনা কিছুতেই জেনো নির্ঘাৎ ...
অবশ্যম্ভাবির কথা ভেবো একবার।
========================
অমিতাভ (২৩।১০।২০১৪) সকাল ৭-০০



পৃথিবীর বিভিন্ন  কোনে প্রতিনিয়ত সাধারন মানুষের উপর যেই নির্যাতন হয়ে চলেছে , এ' লেখার ইন্ধন পাই সেই রক্তাক্ত পটভূমি হতে ।