অভিসার
======


এ’রূপে কখনও তো তারে দেখিনাই আগে
কোথা যাবে তুমি আজ কোন উৎসবে ?
সোনালী সকালে তাই প্রিয়াস্পদা আজ
অপরূপ সজ্জায় সাজায় নিজেরে ।
সাতনরী হার ,কবরীকুন্তলে
কাজল কুম কুম আর অগুরু চন্দনে ।
লালপাড় শাড়ী তার কপালে সিঁদুর
ফুলশয্যায় প্রিয়া অপরূপা আজ ।


সবার অলক্ষে হেসে কয় সে আমারে
“সময় হল যে প্রিয় দাও হে বিদায়”
নির্মল নিষ্পাপ শান্ত স্থবির –
সুন্দরী ওঠে ধীরে – চন্দন চিতায় ।
আমার যা কিছু ...অধিকার , প্রেম ,স্বপ্ন বিলাস
সহমরণে সবে তারা লয় যে বিদায়
ঐ লেলীহান অগ্নিশিখায় ।


সূর্য ঢলে পড়ে ধীরে ,আঁধারে ধরনী ডোবে
চিতা জ্বলে এক কোণে আপনার মনে,
দাউ দাউ শিখা তার উর্দ্ধাকাশে  ছোটে ।


অগ্নিশুদ্ধ হয়ে প্রিয়া অভিসারে যায়
অগ্নিশিখার আলোয় অপরূপা আজ ।
=========================
অমিতাভ (২।০৩।২০১৩) রাত ১-৪০ , বাড়ি