মাঝ বয়স বেপরোয়া আগুয়ান মন
অথচ সত্য বেহুশ - স্বপ্ন ভাঙা শুরু ।
বড় হওয়ার সাধ বুঝি ব্যর্থ প্রলাপ
ধুলোমাখা দোমড়ানো এক জীর্ন এনভেলাপ।


স্বপ্নরা মরিচীকা হয়ে লুকোচুরি খেলে
প্রতিদিন আজও সূর্য ওঠে আর পূড়ে চলে বাস্তব তিল তিল করে ।
চারিদিকে দাবানল আলেয়ারা ছোটে
একে একে সব যেন ঝলসানো রুটি ।


নৌকা চলেছে বয়ে আশা নিরাশায় দুলে
হতাশার স্রোতে বওয়া অশ্রুনদীতে ।
মুখে স্লোগান ওদের –
জয় হতাশার জয়


নীল জোছনায় রাত ,শরীরী উন্মত্ততা
স্বেচ্ছাচারির কথা – কামনায় পুর্ণতা ।
ওদিকে কানেস্ নয়তো লাসভেগাস্ ,
এধারে তোলা কিংবা কাঁচা পয়সায় ওরা করছে সহবাস ।


অদুরেই একটু বাঁচার সাধ
নাই শিশুর মুখের ভাত,
শুকনো স্তনে হাহাকার,
নীরবেই মরে তারা - মরে মাথা কুটে ।


বিষাক্ত বাতাস বয় বিপন্নতায়
কানে কানে ফিস ফিস -
জয় হতাশার জয় ...
===============
অমিতাভ (৫।৯।২০১৪) বিকেল ৫-৩০