অনেক হল স্বপ্ন দেখা
অনেক হল বলিদান ।
অনেকটা জল প্রবাহিত
অনেক হল অভিযান ।


কত গৃহ আজও হায়
নিষ্প্রদীপ অন্ধকার ,
জঠর অনল জ্বলে
মাথা গোঁজার নাইকো ঠাঁই,
অভুক্ত শিশুরা কাঁদে -    
নিরন্নদের ভুখ মিছিল ।


মঞ্চে উঠে বক্তৃতা
সমাজ গড়ার ব্যস্ততা,
চাল নেই চুলোও নেই
স্বাধীনতার বৃন্দগান !!


কোথায় ছিলেন ওনারা সব
রক্ত বন্যা বওয়ার দিন ?
স্বাধীনতার পরেই দেখি
নেতা, মন্ত্রী, নয় উজির !!


খেয়ে পরে একটু হেসে
বাঁচতে চাওয়াই অপরাধ ?
অনেক হল স্বাধীনতা
আমারাও মানুষ বাঁচতে দাও ।


জাগুক মানুষ উঠুক আওয়াজ
শ্রমিক কিষান মজুর সব,
এই মাটিতেই জন্মেছিলাম  
আছে সমান অধিকার ।


দিকে দিকে উঠুক জেগে
গর্জে উঠুক বাঁচার গান ,
মুক্তির শ্বাস মুক্তির গান
মুক্তির উড়ুক জয় নিশান।


================
অমিতাভ (৬।৯।২০১৪)