দিবারাত্রির কাব্য
=========


নির্মম রাত্রির কোলে
অন্ধকারের ত্রাস ......
অশালীন বর্বরের  
বিকৃত উল্লাস ।

বাদুড়ের পাখায় পাখায়
বিষাক্ত বাতাস ......
নিষ্ঠুর হায়নারা নিচে
ব্যপৃত সন্ত্রাস ।


ধর্ষিতা নারী কন্ঠের
ব্যর্থ আর্তনাদ
নিরন্ন মুখের শুনি
সুতীব্র চিৎকার ।


দুন্দুভি শুনি ঐ
রণক্ষেত্রে বাজে ,
উন্মত্ত জান্তব ওরা
ঝাঁপায় রণসাজে ।


বিছিন্নতাবাদ আর ধর্মের
শাণিত অস্ত্র হাতে,
দীর্ণ বিদীর্ণ করে
সুস্থ সমাজেরে !!


তবুও শুনি ......


আমরা স্বাধীন
শুনি গণতান্ত্রিক ,
কখনও বা শুনি
নাকি সমাজতান্ত্রিক !!


কতিপয় নেতা নেত্রি
মসনদে আসীন
সুরা নারী বৈভব সুখে
ব্যস্থ নিশীদিন।


জনতার নির্বাচিত
তারা নাকি নেতা ,
দন্ডমুন্ডের বিধাতা হয়ে
জ্বালিয়েছে চিতা ।


কোথায় জনতা
আর কোথায় জননেতা ?
জনতা ভৃত্য হয়
প্রভু হয় নেতা ।


দিবারাত্রির কাব্য হয়ে
জীর্ণ শীর্ণ ন্যুব্জ দেহে ,
কত স্বপ্ন কত প্রাণ
জ্বলে জীবন্ত চিতায়।


নীরবে হারায় স্বপ্ন  
জন্ম লগনে,
নেতারা ব্যস্ত রয়
প্রমোদ ভ্রমনে।  


শোষনের আগুনে জ্বলে
শোষিতের চিতা
নেতৃত্বে অলঙ্কৃত
ঐ নির্বাচিত নেতা ।


হায়রে ......
তবুও শুনতে হয়


আমরা স্বাধীন
শুনি গণতান্ত্রিক ,
কখনও বা শুনি
নাকি সমাজতান্ত্রিক !!


===============
অমিতাভ (১৯।৯।২০১৪) দুপুর ২-০০