==================


গভীর রাতে ঘুমের মাঝে যখন মনে পড়ে
হাত বাড়িয়ে দেখি তোমায় নেই যে তুমি কাছে ।
এখন তুমি রও বুঝি ওই মেঘ পরীদের সাথে
ভুলেই গেছ আমায় তুমি ,ছিলেম যে একসাথে ।


নাই বা প’ল মনে তোমার ,নাই বা প্রয়োজন
একটিবার - একটু খানি ঘুরেই গেলে না হয় ।
দিচ্ছি কথা ডাকবো নাকো , সামনে তোমার যাবো নাগো
দুর হতে দুনয়ন ভরে , শুধু দেখবো তোমায় না হয় !!


পরীর দেশে থাকো তুমি , রানীর মতন সাজ্
মাটিতে পা পড়েনা যে রূপবতীর আজ ।
ফুলশয্যায় দোলায় আসীন কি অপরূপ সাজ –
চারিদিকে পরীর মাঝে ফুলপরী সে আজ ।


ফুলের সাজে, ফুলের মাঝে - প্রিয়া আমার রয় যে বসে
দুচোখ ভরে দেখি তারে , আমার প্রাণের ভ্রমরারে ।
ওই ডাগর চোখে মধুর হেসে - প্রিয়া আমার কারে খোঁজে !
দুর হতে সে দেখে আমায় , অশ্রু সজল চোখে ।


দুহাত নেড়ে প্রিয়া আমার , মিলায় যে ওই নীলে  
জানলা দিয়ে প্রভাত রবির আলো এসে পড়ে ।
স্বপ্ন ভাঙে হারায় প্রিয়া – দুরত্ব যায় বেড়ে
উদাস হয়ে রই আমি - ঐ শূন্য পানে চেয়ে ।
=====================
অমিতাভ (১৬।৫।২০১৩) রাত ১২-৩০ , বাড়ি


** এই কবিতাটি আমার নিজের লেখা একটা ইংরেজি কবিতা ( An angel in the night ) এর অনুবাদ ।
কোনও কবি বন্ধু উৎসাহি হলে youtube এ শুনতে পারেন ( in my own recitation ) .