ক্রমবিকাশ
==========
একঃ


অজানা অনাম্নীরে দেখে
কেন মন উচাটন ?
কেন তারে বারে বার খুঁজে পেতে চায় মন  ?


ক্রমান্বয়ে ঘনিষ্ট হতে
উপোসি মন চায় পেতে,
কেন তারই মাঝে খুঁজে পায় নিভৃত আশ্রয় ?


তারে দেখে , তারে ভেবে
তার ছবি মনে এঁকে
নিরবধি অস্থির উচাটন মন !!


দুইঃ


কবোষ্ণ দুটি মনে
পু্লকের সিঞ্চন
সুগন্ধ ছড়ায় অনুক্ষন ।


এক হয়ে যায় মন
একাত্ম দুটি প্রাণ
ভালবাসা এরেই কী কয় ?


জীবন ব্যকুল হয়
ধরনী সুন্দর হয়
দুজনায় বাঁধে বাসা সুখের স্বপন ।


তিনঃ


আবাহন  বিনোদন
নিদারুন কর্ষণ ,
বাঁধভাঙ্গা হয় বরিষণ ।


সুখ তার স্বরলিপি শেষ
করে চন্দ্রে বিন্দু দিয়ে ,
করে যায় বীজের বপন ।


নতুন প্রভাত জাগে
অঙ্কুরের উদ্গম ,
শরতের উড়ো মেঘ ,মুক্তো ঝিনুকে ।


উপলব্ধি   ঃ  


নশ্বর জীবন বুঝি
রয় চলমান -
ভালবাসা তার ইন্ধন ।
================
অমিতাভ ( ১৬।১০।২০১৪)