দামাল হাওয়া
===========


ফুলে ফলে পল্লবিত যুবতী ললনা
ঋতুমতী স্ফীতবক্ষ উদ্ভিন্ন যৌবনা ।
স্রোতস্বিনী নদীতে ভরা কোটালের জল
যৌবন উন্মাদনায় সুন্দরী বিহ্বল ।


যৌবনের উন্মোচনে, চঞ্চল যুবা
উদ্ভ্রান্ত উন্মুখ বিভ্রান্তি অপার ।
অজানা অতৃপ্ত কাম লালসার ক্ষুধা
নিরবধি বয়ে যায় দেহের ভিতর ।


অশান্ত অস্থির মন মানেনা  বাঁধন
ভরা যৌবনে আজ একি সুতীব্র মন্থন,
অতৃপ্ত যৌবন ক্ষুধা ,উদগ্র কাম পিপাসা,
দিশাহারা নাজেহাল নাবিকের নাও ।


কামনার দীপ  জ্বলে উদ্ভিন্ন  যৌবনে
অগ্নিবন্যা বয়ে যায় ধমনী শিরায় ,
যৌবনের পেয়ালা পুর্ণ - কম্র মদিরাতে
বিচিত্র ক্ষুধা তার সমগ্র শরীরে ।


অবাধ্য দেহ মন  
প্রেম কাম যৌবন -
প্রেমজ কামজ সুখ
রিরংসায় উন্মুখ ।


কামনা বাসনারে করে বসন ভূষণ
আদিম উল্লাসে নাচে লালসারা যত ।
ভেসে যায় অস্থির অশান্ত যৌবন
যেন দামাল হাওয়ায় ওড়া বৈশাখী ঝড় ।
=================
অমিতাভ (১৮।১০।২০১৪)