উড়ন ছু ...
==========


এ যেন এক ভানুমতী
অজানা তার মতি গতি
খুঁজে বেড়াই তারে আমি
বুঝিনা কিছুই ।


অচিন পাখি অজানা সে
কোন ডালে যে কখন বসে
কখন যে সে উড়বে শেষে
পাখি জানেনা নিজেই ......


কাটা কুটি আঁকি বুকি
কান্না হাসি খাঁটি মেকি
কেউ বোঝেনা ইচ্ছে যে তার
কখন যে সে  কী  !!


হটাৎ দেখি তীব্র বেগে
ধায় যে পাখি
কোন সুদুরে -
ওই যে উড়ন ছু ...


পালিয়ে গেছে প্রাণের পাখি
তাকায়না পিছু ।


হায় রে জীবন, মায়ার বাঁধন
কত নাচন কোদন সঙ্গে রোদন ,


কখন যে তার শুরু হল-
কখনই বা ফুরিয়ে গেল
ফিরে দেখি শেষ !!
বুঝিনা তোর রঙ্গ যে আর
অজানা অশেষ !!


তাকিয়ে দেখি শূন্য খাঁচা -
সাঙ্গ করে  যত খেলা
তুই যে উড়ন ছু ...
===============
অমিতাভ (২৪।১০।২০১৪) দুপুর ২-০০