========


তোমায় নিয়ে ছিলাম তো বেশ
গুন গুনিয়ে গানে,
আলোর মাছি ছিলে আমার
উজ্জীবিত প্রাণে ।


হটাৎ ঝড়ে নিভলো বাতি
কোথায় তুমি চিরসাথী
হারিয়ে গেছে আলোর মাছি
আর যায়না দেখা তারে ।

এখন আমি ঐ আকাশের
চৈত্রের মেঘ উড়ো
হারিয়ে তোমায় কেমন যেন
আনমনা বাউন্ডুলে ।


সিংহাসনে আরাধ্যা নেই
পিলসুজে নেই বাতি ,
নীরব জলসাঘরে
নিষ্প্রদীপ ঝাড়বাতি ।


ইন্দ্রধনু যায়না দেখা
ঈশান কোনে মেঘ ,
অশ্রু হয়ে ঝরে বুঝি
বিষন্ন আবেগ ।


হারিয়ে তোমায় হারছি আমি
হারছি দিনে রাতে ;
আলোর ভূবন যায়না দেখা
মেঘলা আঙ্গিনাতে ।


দীর্ণ শীর্ন রিক্ত এ’মন
একলা ঘরের কোনে ।
সাথী হারা ছন্নছাড়া
আনমনা বাউন্ডুলে ।
================
অমিতাভ (২৬।৮।২০১৪) রাত ১১-৪৫ , বাড়ি