কমলা রোদ্দুরে
=================


দেখেছি চন্দ্রমুখ অপরূপা তারে
গোধুলি বেলার রঙে এক সোনালী বিকেলে ,
স্নিগ্ধ আনত সলাজ – উজ্বল বরন
গোধুলির রঙে রাঙা , কমলা রোদ্দুর ।


তারে যে বেসেছি ভাল ,এক সোনালী বিকেলে -
কমলা রোদ্দুরে ......
ফাগুনে আগুন লাল – কৃষ্ণচুড়ায়
গোধুলির রঙ মেখে হৃদয় গভীরে ।

দেখেছি ভূমধ্যসাগরের নীল ওই অতল নয়নে,
আমার প্রণয়ী মন
উজানি নদীতে বয়  -
পদ্মা মেঘনা কিংবা নীল নদের গভীরে ।


মঞ্জরিত গুঞ্জরনে
রোমাঞ্চ জাগায় মনে
মিঠেল দখিনি হাওয়ায় -
মিলন সুখের অলীক ছোঁয়া ।


ধরনী সেজেছে আজ মায়াবিনী হয়ে
জোছনায় রঙ মেখে  অনিন্দ হরষে ।
শাখা আর পলা নিয়ে এয়োতি বিদায়
বাঁকা চাঁদ হাসে ওই মাথার ওপর ।

ফিস ফিস করে চাঁদ বলে এসে কানে
কেমনে করেছ চুরি ওই রাঙা মনটারে ,
মৃগনয়নার চোখে একি মোহিনী মাধুরি
প্রবাল মুক্তা মণি – সপ্তডিঙা ভরি ।


তারে যে বেসেছি ভাল এক সোনালী বিকেলে -
কমলা রোদ্দুরে ......
ফাগুনে আগুন লাল – কৃষ্ণচূড়ায়
গোধুলির রঙ মেখে হৃদয় গভীরে ।
===================
অমিতাভ (৪।০৫।২০১৪)