===========


ক্লাস ফাঁকি দে ছুট
চাঁদমারি ঢিবি,
গুলতানি সিগারেট
আমার পৃথিবী।


খোলা আকাশের নিচে উড়ো
মেঘের আনাগোনা ,
কাশবন ধানক্ষেত
শঙখচিল ডানা ।


আঁকা বাঁকা লাল পথ
টিকিধারি সম্পত্ ,
গরু গাড়ি হাতে ছড়ি
মুখে রামধুন্ গান  ।


অলস বিকেলের ছবি  
দিগন্তে রক্তিম রবি
সাদা বক বালি হাঁস
আকাশে মালার সাজ,
ঘরে ফিরে যায় ওরা
বেলা শেষে ভেসে ।


রামধনু রাঙা সেই
স্বর্ণালী দিন,
ফেলে এসেছি পিছে
খুঁজে পাইনা যে আর।


সময়ের উত্তরনে
কালের বিবর্তনে
বদলে গিয়েছে আজ
আমার পৃথিবী ।


হারিয়ে গিয়েছে ওরা
স্মৃতির অতল তলে !
আকুল আহ্বানেও
ধরা দেয়না যে আর!


বড় স্বপ্নীল মনোরম  
সোনালী সেদিন ...
চাঁদমারি ঢিবি ছিল
আমার পৃথিবী !!
================
অমিতাভ (৮।১১।২০১৪) সকাল ,৭-০০