==============


খেলছি আমি খেলছো তুমি
খেলছি মরণ খেলা
খেলত খেলতে ভুলেই গেছি
ফুরিয়ে গেছে বেলা ।


ছুটির ঘন্টা বাজলো রে ওই
ভাঙ্গা হাটের মেলা ।
ছাই হবি তুই আমার কবর
ব্যর্থ যে সব খেলা ।


কামনা বাসনা মোহ
মায়াবিনী দুঃসহ ,
চোরাস্রোতে বয়ে যায়  
অমূল্য জীবন ।


কী হবে আর ভেবে এখন
শিয়রে যে দাড়িয়ে শমন
লাভ নেই আর  ভেবে কিছুই  
ফুরিয়ে গেছে বেলা ।
........................


ধূলোয় লুটায় দম্ভ সবার
হায়রে মরণ খেলা  !
অজান্তেই কখন যেন
ফুরিয়ে গেছে বেলা ।
........................
........................


সাঙ্গ যে সব খেলা   !!!
=================
আমিতাভ (২।৯।২০১৪) বিকেল ৫-৩০