===========


মুখোশ পরা  দ্রুতগতি
নগর জীবন হতে –
পালিয়ে আমি অনেক দুরে
মাটির গন্ধ পেতে ....


যুঁই মালতির গন্ধে মাতাল
সোঁদা মাটির গন্ধ সেথায়
আম কাঁঠালের স্নিগ্ধ ছায়ায়
শাল পিয়ালের বনে ....


শিশির ভেজা ঘাসের ‘পরে
ভোরের রবির আলোর ছটায়
মুক্তাবিন্দু ঝরে ...


ঝিরি ঝিরি বাতাস বহে
নতুন প্রভাত জাগে
যাই ছুটে যাই শান্ত সবুজ
বনবিথীর ছায়ে .....


মাটির টানে মাটির ঘ্রানে
গ্রাম বাংলার মাঝে ,
দোয়েল কোয়েল আমের মুকুল
হাসনূহানার সাথে ....


দেখি আকাশ মাটির কানাকানি
সবুজ ক্ষেতের শেষে ,
সাদা বকের সারি ওরা
যায় ভেসে কোন দেশে ।


কাজল দীঘি শান্ত নদী
রাখাল বাঁশি, গরুর গাড়ি  -
রাঙা মাটির  ওই মেঠো পথ
হারায় দিগন্তে  ......


ক্লান্ত শ্রান্ত যান্ত্রিক  
এই নগর জীবন হতে –
পালিয়ে আমি অনেক দুরে
মাটির গন্ধ পেতে ....
===============
অমিতাভ (২২।৮।২০১৪)বীরভুম,দরোন্দা, বেলা ১১-০০