=====================


আজন্ম সচল হৃদয় ঘুমোয়নি সারা রাত
ধুক্ পুক্ ধুক্ পুক্ – বিরামহীন চলা
অজানা অচেনা পথে শুধু পথ চলা ।
নাই বা রইলো প্রানে শান্তি তাহার  
তবে ক্লান্তিও নেই তার ,
অবিরাম অনুক্ষণ চলাতেই বুঝি তার
অস্তিত্যের সাফল্য কিংবা প্রসস্তি অপার।


সত্যিই কী তাই ?
নাকি হৃদয়ও অবিরাম চলে -
অন্তরের নিভৃতে কোনও আভিমান পুষে !!


হৃদয় প্রাণেরে বলে - অতি সঙ্গোপনে -
ওরে - তোর এই বেদনা এই আবেগ  
অতৃপ্ত আকাঙ্ক্ষা আর সয়না হৃদয়ে ,
কখনও কি বিশ্রাম পাবেনা হৃদয় ?
স্বপ্ন প্রেম ভালবাসা -
পাওয়া আর না পাওয়ার শুধু অঙ্ক কষা –
কোথাও কখনও তার হবেনা কী শেষ ?
আমার ধুক্ পুক্ ধুক্ পুক্ -
নিরলস এই যাত্রা কী অশেষ ?


প্রাণ হাসে হৃদয়েরে ,
শুনি ......
তারে বলে হেসে –
ওরে ঠাঁই নাই ঠাঁই নাই –
তোর এই  জীবনে লেখা
আছে শুধু পথ চলা
ধুক্ পুক্ ধুক্ পুক্ – বিরামহীন চলা
অজানা অচেনা পথে শুধু পথ চলা ...
==================
অমিতাভ (৮।১২।২০১৩)