কেন হায় ...
বারে বারে মনে পড়ে যায় -
দুরের ঐ আকাশ কেন ডাকে যে আমায় ,
মেঘের আড়াল হতে কে বা ডাকে হায় !!


অশ্রুসিক্ত দুনয়ন কম্পিত ঠোঁট
এত অভিমানী হয়ে কেন চেয়ে রও ।
স্খলিত আঁচলখানি কেন ধুলায় লুটায় ?
ভুলি নাই ভুলি নাই, ভুলিনি তোমায়।


কেন হায় ...
তোমার স্পর্শসুখ আঁধারে হারায় ,
অস্তরাগে বিলীয়মান
দিগন্তের প্রান্তরেখার মত ।  


তপ্ত দ্বীপ্রহরে নির্জন নদীতীরে
হীজলতলায়  ...
মন্দিরের বিষন্ন ঘন্টাধ্বনির মত।


হাওয়া ...
তুমিও কি নিশ্চুপ
শূন্য নিরন্তর ?


কেন হায়......
রাতেও  যে তুমি নেই,
রাতজাগা পাখি আর জেগে রই আমি,
পোড়া চাঁদেরে দেখে বড় ভয় হয় ।


জলধারা প্রকৃতির কৃতদাস হয়ে -
বয়ে চলে নিরবধি একাকীত্ব লয়ে ......
কারে কবে " সে আমার " ??
সে যে অকৃতদার !!


কেন হায় ......
মায়াবী স্বপ্নরা ডাকে নীল মোহনায় ,
দুরে মৎসকন্যারা নীল সাগরে মিলায় ।
মরু সাহারায় যত স্বপ্ন আমার
জারিত , যাপিত হয় তপ্ত মরিচীকায় !!


কেন হায় ......
দুর হতে দুরে ক্রমেই দুরে সরে যায়
স্বপ্ন বিলাস প্রেম ,
জীবন আমার  !!
=================
আমিতাভ (৫।৯।২০১৪)