==========
নিঝুম নিস্তব্ধ রাতে
ঘুমায় পৃথিবী
জেগে রয় নির্ঘুম চাঁদ ।

রাতের আকাশে চাঁদ
নীর্জন বালুতট,
সাগরের তীর ভাসে
নীল জোছনায় ।


সাক্ষী রয় নীর্জনতায়
আলোয় আঁধারে বোনা
সুগভীর বনানীর সর্পীল পথ -


চাঁদ জোছনায় রাত
হাওয়া দোলা দিয়ে যায়,
বিস্তির্ণ ঝাউএর বনে শুনি পত্রমর্মর ।


নীল নীল ডানা মেলে
দে উড়ান ওই নীলে ,
অনুসন্ধানী মনে
কেন ছন্দ পতন ?


আবেগের শ্রেষ্ট পংক্তি
গানে প্রানে শুদ্ধ মীড়ে,
মননে রমন সুখ
অব্যক্ত প্রণয় ।


হৃদয় অভ্যন্তরে
বিচিত্র অনুভূতি ,
রাতের ভিতরে রাত
নিষিক্ত হৃদয় ।


নীল জোছনায় রাত
কেন হরষে বিষাদ
সুখের মোড়কে না জানি
কত অজানা প্রমাদ !!
============
আমিতাভ (১৯।১২।২০১৪)