==========


ঢুকিয়ে মাথা
মাটির ভেতর
ওরা কেঁচো কচু খায় ।


কর্দমাক্ত করে দেহ
চতুর্দিকে ছড়ায় ।


ঘোঁত্ ঘোঁত্ করে ওরা
বড় পুতিগন্ধময় ।

সুস্থ থাকা ,
থাকতে দেওয়া
কখনই নয় ।

লন্ড ভন্ড করে
যত অবুঝের দল ।


কোথায় হীরে মুক্তো জহর ??
মৃতপ্রায় খন্ডহর !!


অশ্রাব্য আওয়াজ মুখে
শুধু করে কোলাহল ।


বিজাতীয় বন্য ওরা
সভ্যতা জানেনা তারা


সুখাদ্য রোচেনা মুখে
ওরা যে শুধু
কচু চেনে হায় !!
============
অমিতাভ (২০।১২।২০১৪)