===========


দেখা হয়েছিল এক সোনালী বিকেলে
আলোমাখা মখমলি কমলা রোদ্দুরে ,
কাঁচা সোনা রং তুমি মেখেছিলে রোম রোম ভরে
ওই পড়ন্ত বিকেলে ।


দেখেছি আনত সলাজ দুটি আয়ত নয়ন
উজ্বল অপরূপা বড় আপন তোমারে ,
দেখেছি স্তব্ধ হয়ে , চেয়েছি তোমারে -
ভিক্ষার পাত্রটি হাতে ... দুহাত বাড়ায়ে ।


দিয়েছিলে সাড়া ,
ভরিয়ে দিয়েছিলে পাত্রখানি আমার
উজাড় করে – ভালবাসা দিয়ে ।


প্রজ্বলিত করেছিলে -
সুখের প্রদীপের দীপশিখাটিরে
তোমার পেলব দুটি হাতে ,
হৃদয়ের অভ্যন্তরে গৃহটি আমার
ভরিয়ে দিয়েছিলে - আলোময় করে ।


নেই তুমি কাছে আর ......
কী জানি কখন যেন -
কোথায় হারিয়ে গেলে তুমি, কিচ্ছু না বলে,
হাট করে দরজাটি খুলে !!


আজও আমি বসে রই অবুঝের মত
নীরবে একাকী দরজাটি খুলে ,
ভিক্ষার পাত্রটি নিয়ে হাতে ... দুহাত বাড়ায়ে ।
================
অমিতাভ (২৭।১২।২০১৪) বিকেল ৭-০০