অঙ্গে অঙ্গে কালি তার
নিকৃষ্ট কদাকার ।


নিজেরে আহুতী দিয়ে
নিঃশব্দে জ্বলে যায় ,
নীরবে ছড়িয়ে দিয়ে
তার তাপ আলো যত ।


আমি তারে ভোগ করি
অধিকার বলে ,
আর ত্যাগ? হ্যাঁ অবশ্যই করি
মল-মুত্র-থুথু আর বীর্য যথা তথা।


সেই আমিই বলি আবার -
‘অঙ্গারং মলিনত্ব শত ধৌতেন ন মুহ্যতে’ !!!


লজ্জা করেনা আমার পুকুর চুরিতে,
কিংবা নির্বিচারে লুটে নিতে নারীর দেহ
দিনের আলোতে তারে বলাৎকার করে
নয়তো হাজার বাতির জ্বলা ঝাড় লন্ঠনের নিচে !!


সেই নির্লজ্জ আমিই কেমন চওড়া বুক করে  
আওড়াই গাল ভরা বুলি -
‘অঙ্গারং মলিনত্ব শত ধৌতেন ন মুহ্যতে ’ !!!
=============
অমিতাভ (২৭।১২।২০১৪)