==================


স্ স্ স্ স্ চুপ্ –
দেওয়ালেরও কান আছে শুনে যদি নেয় পাছে
জানিনা কি হবে তবে ,বলা বড় দায় ।
সত্য বলে সত্য চলে আবার জড়িয়োনা ভাই
বিশ্বজোড়া  এক ফতোয়া জারি জানো কী সবাই ?


সত্য পাথেয় করে  আগুয়ান হবে বলে
আছে  যত সৎ প্রবৃত্তিগুলো –
অঙ্কুরেই উপড়ে ফেলার ফরমান জারি ,
ওরা যে  ব্রাত্য আজ -
ওদের এখন  কোনও  যৌক্তিকতা নাই ।


উন্নত পৃথিবী  আজ ,
শুনি বড় উন্নত সমাজ –
ঝাঁ চক্ চকে আধুনিকতায়
সে  যে বড় গতিময়।


বস্তাপচা সততা  আর ন্যয় নীতিগুলো  ......
ধুলোমাটি মেখে তারা হয়েছে অচল ।
“ফাইট ফর সারভাইভেল“ - শুধুই লড়াই  
যেন তেন প্রকারেন একটু বাঁচা চাই ।


এখন তো আবার “ লিভ ফর দি ডে “  
সবাই হয়েছি হাই ফাই।
আপনি বাঁচলে বাপের নাম –
কোনও কাল পরশু নাই ।


হায়রে সত্য , সততা ......
একি অবিমৃষ্যকারিতা !!
হাই ফাই এর এ'জগতে  সত্যের-
ঠাঁই নাই ঠাঁই নাই !!
===================
অমিতাভ (১০।১২।২০১৩)