=======
আবার একটা ভোর,
অন্ধকার পার করে
ঘুম ভেঙ্গে উঠি ।


আমিও দিন শুরু করি
হাতে ব্লেড আর ছুরি -
সঙ্গোপনে পকেট কাটি
নিজেরে করি ভারি ।


রাত্তিরে স্বপ্ন কিনি
প্রেম সুরা নারী,
নিজেরে হাল্কা করে-
মূল্য দেই গুনে।


রাত পোহালেই শেষ -
কেনা প্রেম ভালবাসা ,
নিমেশে হারায় ওরা
ভোরের কুয়াশায় ...

এমনি করেই চলে –
অন্তহীন চুরি !!


আমারেও চুরি করে
রাতের জোনাকিরা যত
প্রেম সুরা নারী ...


নির্দিষ্ট এক গন্ডির ভেতর
ঘুরে ঘুরে মরি ,
বন্ধ জানালার কাঁচে
বার বার মাথা ঠুকে
গুবরে পোকার মত ...


পারিনা
কিছুতেই  পারিনা
এই চক্রব্যুহ থেকে বা’র হতে,
মাঝে মাঝে মনে পড়ে যায়
শান্ত মাএর মুখ আর ছোট্ট বোনটার কথা !!


হুঁঃ
মাথা ঠুকে মরি
গুবরে পোকার মত
বন্ধ জানালার কাঁচে ...


ভোর হলেই
আবার সেই -
হাতে ব্লেড আর ছুরি ...


=============
অমিতাভ (১১।০১।২০১৫)বাড়ি, বিকেল ৫-০০