===========


পেরেক ঠুকতে শিখেই ভাবি
হয়েছি এক মস্ত কারিগর ,
তক্তা দেখলেই পেরেক নিয়ে
মাথায় মারি তার -
আসলে যে আহাম্মকের মাথা আমার
এর থেকে আর বেশি কিছু
মগজে নেই আর !


আরে তক্তা যে
উইয়ে খাওয়া পচা গলা
ঝুরঝুরিয়ে ঝরে পড়া  
দেখিনা কিছুই ...
ঠোকার পরে চেয়ে দেখি
এমন তক্তায় ঠুকেছি হায়,
যে পেরেক সমেত পড়ছে ঝরে -
ঝরঝরিয়ে আমার যত কারিগুরি রোশনাই।


হায়রে ভজা কারিগর  
আজ কী দুর্দশাই না আমার,
তক্তাও নেই পেরেকও শেষ !
আস্ত আহাম্মকের ডিম !!


ভাবছি বসে , দুহাত গালে
এমনতর আমার মতন
আস্ত একটি অপদার্থ -
হাজার হাজার আরও কত
আঁচড়াই কামড়াই অবিরত
এই সমাজ এই দেশ
এই পৃথিবীর করছি ক্ষত  !!!


হাঃ যত অপদার্থ  -
পেরেক ঠোকার অভিজ্ঞতার
আমরা  যত শত শত
এই সমাজের বোদ্ধা হয়ে মস্ত কারিগর ...
================
অমিতাভ (২০।১।২০১৫) বাড়ি দুপুর ২=০০