=================


আমাকে একটু বাঁচতে দাও, আমার মতন করে
আমি ঘুড়ি হয়ে বাঁচতে চাই সাদা মেঘে উড়ে
উড়বো আমি ডানা মেলে –
প্রজাপতির রঙিন ডানায় ফুলের সুবাস নিয়ে
আমি ভ্রমর হয়ে বাঁচতে চাই পরাগরেনু মেখে ।


চাইনা হতে রাজার দুলাল কিংবা রাজনন্দিনী,  
রুপোর চামচ সোনার বাটি স্বাধীনতার দাঁতকপাটি
দাসী বাঁদি পরিবৃত  কঠিন চার দেওয়াল।
দাঁড়ে বাধা কাকাতুয়া ? না না- চাইনা আমি মোটেই !
আমাকে একটু বাঁচতে দাও , শুধু আমার মতন করে।


সাদা মেঘের ভেলায় চড়ে হাওয়ায় দুলে আপনমনে
ভাসি নিরুদ্দেশে ।
তুষার তুহিন গিরিমালা শান্ত নদী সাগর বেলা
ধানের ক্ষেতে সবুজ বনে যাব ভেসে ভেসে।
আমাকে একটু বাঁচতে দাও , শুধু আমার মতন করে।


চাইনা আমি এই মানুষ জীবন এমন মানুষ হতে
চাইনা আমি বাঁচতে এমন হিংসা দ্বেষ নিয়ে।


স্বার্থ স্বার্থ আর শুধুই স্বার্থ নিয়ে
এক ধৃতরাষ্ট্র, মিডাস্  কিংবা কংস হয়ে যেতে !!
  
চাইনা আমি নেতা হয়ে রক্ত চুষে খেতে
কিংবা কামতাড়িত পশু হয়ে নারী মাংস খেতে !


বড় ক্লান্ত আমি আশাহত জীবনযুদ্ধ করে
আমাকে একটু বাঁচতে দাও , শুধু আমার মতন করে।
==========================
অমিতাভ (৯।২।২০১৫) সকাল ৬-৪৫, বাড়ি