চারদিকে আজ বাজছে দেখি ভেলেন্টাইনের বিন,
প্রেমের হাটেও ‘কম্পেটিশান’ কে দেবে কী ‘প্রেজেন্টেশান’ ?
কত দামী ভেট !!


গোলাপ দিলেও চলবেনা আর আতস কাঁচে দেখে নেবে
ওটা কি পাতি দেশি নাকি সদ্য ‘ইম্পোরটেড’ !!
প্রেমেরও আজ হচ্ছে ওজন কার কত ভেটের গুমর - অতি আধুনিক।


বাবলা গাছের কাঁটার ডালে প্রেম কাঁদে ওই চোখের জলে
“ আমি তো আজ হেরে গেলাম নীলাম বাজারে ।
নিক্তি নিয়ে মাপছে ওরা কার - কত দামী ভেট “ !!


ভেলেন্টাইনের বাজছে বিন ছেলে মেয়ে তা ধিন ধিন,
প্রেম চড়েছে বাবলা গাছে চোখের জলে ভেসে ।
উদাস হয়ে দেখছে বসে বাহারি ভেটের লেনদেন ।


ভেলেন্টাইনের ইনকারনেশান, প্রেজেন্টেস্ এর কম্পেটিশান !
কি ? ভালবাসা প্রেমটেম কবিতায় লেখা?
ওগুলো তো আজ মান্ধাতা, কেমন বস্তা পচা পচা ...


এখন তো আপ টু ডেট এক মডার্ন নেশান,
হাই হিল স্মার্ট ফোনের সাথে সপিং মলের ভেতর ফেসান ,
প্রেমতো এখন শুধুই কেমন দেখনদারি খেল !


ভালবাসা?
তুই হত্যা দিয়ে থাক না পড়ে রংচটা হয়ে,
দেখনা চেয়ে কেমন রাঙতা মোড়া ফুলের তোড়ায়
দেখনদারি চকমকে ওই - চটকদার প্রেমের নিশান
ভেলেন্টাইনস্ ডে !!
===============
অমিতাভ (১৪।২।২০১৫)বাড়ি, বিকেল ৬-৩০


(কাউকে আঘাত করে নয় , একটু satiric লিখলাম।
wishing every true love to be honored and new loves get settled with peace.)