==========
উন্মত্তের নৃত্ত কর ভাবছো বুঝি কেউ দেখেনা
এখন রক্ত গরম তোমার, রক্ত নিয়েই কোরছো খেলা,
নির্লজ্জ হত্যালীলায় ভাবছো -
আহা ...কী বীরত্ব, গুনপনা !!


হিংসা দ্বেষ বাহুবলে, পৈশাচিক চিন্তা নিয়ে
মানুষ জীবন পেয়েও কেমন  হিংস্র পশু - অবলীলায়।


ভাবছো তুমি বিষাক্ত এই মারণ খেলায় প্রভুত্ব রাজ কোরবে শেষে?
জেনো তোমারই বিবেক দেখছে তোমায় - প্রতি পলে নিখুত করে,
হারছো তুমি প্রতিপদে নিজেই শেষে নিজের কাছে !!


ভুলোনা - তুমিও নিতান্ত এক নশ্বর জীব,
জ্বরা ব্যাধি শেষের সেদিন তুমিও নীরব সাক্ষী হবে।
তোমার ঘরেও মা বোন আছে তোমার মাতা পিতাও আছে।


কংস তুমি হলেও জেনো,
তোমার ঘরেই কৃষ্ণ রহিম রামেরাও বাড়ছে কাছেই-
তোমার কাছে আশেপাশেই অনেক তারা ছড়িয়ে আছে।
ভুলে যেও না !!
=========================
অমিতাভ  (১।৩।২০১৫) বাড়ি , বিকেল ৫-৩০


( স্বার্থপর, নিতান্ত কুরুচিপুর্ণ হিংস্র ও অত্যন্ত নিন্দনীয় ধর্মান্ধতার বিরদ্ধে আমার দুকথা )