ফাগুনের এই দখিন হাওয়ায়
মাতাল করা ভোর
আজ যে হোলি –
আকাশ বাতাস আনন্দে বিভোর।


আজ সারাদিন রঙিন সবাই  
হোলির ফাগুয়ায়
নবীন প্রবীন সকল প্রাণে
আনন্দ জাগায়।


ঠাকুর দালান দোলের বেদি,
রঙে জলে মুখর গানে,
নারী পুরুষ সবাই যে আজ  
রঙের নেশায় চুর।


কচি কাচার হাতে সবার
পিচকারি আর রং
আবীরে আর নানা রঙে
সবাই যেন সঙ্।


উচ্চ নিচের নেই কোনও ভেদ,
নাই বা হোলো চেনা
রাঙিয়ে রঙিন আলিঙ্গনে
আপন করে নেয়া।


জাতী ধর্ম ভুলে সবাই      
হোলির রঙে মাতলো যে আজ ,  
সরিয়ে দূরে বিবাদ বিভেদ
আজ মিলনের দিন।


কী যাদু ঐ আবীর রঙে –
নেশা ধরায় সবার মনে
ভালবাসার প্রদীপ জ্বালায়
আপন করে টানে ...


আসুক হোলি বারে বারে ফাগুনে ফাগ ছড়িয়ে গায়ে
দূর হোক যত বিবাদ বিভেদ – একের ভিতর সব !!
=======================
অমিতাভ (৮।৩।২০১৫), সকাল ৮-৩০


হোলির এই শুভ দিনে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা।
উদার মনে থাকুন সবাই, সুখে থাকুন ভাল থাকুন ।