পাঠশালা স্কুল কলেজ গিয়ে
পাশ করে আর ছাপটা নিয়ে
ডিগ্রীধারী জ্ঞানী আমি
হয়তো হলাম ঠিকই !


তবে আয়নাটাকে সামনে রেখে
প্রশ্ন যখন করি  নিজেই,
সঠিক জবাব পাইনা খুঁজে -
সত্যিকারের মানুষ হলাম কি ?


হ্যাঁ বলছি আমি খুব জোরে হেঁকে
জামা কাপড় শাড়ি পরে
সুটেড বুটেড হাই হিলেতে
বেশতো সেজেছেন !


যান না ...
অতি সঙ্গোপনে আয়নাটাকে সামনে রেখে
দাঁড়ান একান্তে,
সরাসরি চোখের উপর চোখটি রেখে
প্রশ্ন করুন আপনি নিজে
মানুষ হলেন কি ?


দেখুন না ...
কয়জনকে বিবেক শুনে
মুখের উপর বলবে সটান
‘হ্যাঁ মানুষ তুমি ঠিক’ !


??????????????
??????????????


কী দাদা ও দিদিভাই
বুকের উপর শক্ত করে
দুহাত রেখে বলুন দেখি ...
হৃদয়ের গহীন হতে
সঠিক  করে বলার মতন
জবাব পেলেন  কিছু ??
=============
অমিতাভ (১৬।৩।২০১৫) বিকেল ৪-৩০


বর্তমান বিশ্বে আমরা বিশ্ববাসী সবচেয়ে বেশি যা খুইয়েছি বা হারিয়েছি ( ধনী দরিদ্র নির্বিশেষে ) তা হল সহিষ্ণুতা ও মূল্যবোধ, যার ফলে এত অনাচার। সেই কথা মাথায় রেখে এই আত্মসমালোচনার কবিতাটি লিখতে অনুপ্রাণিত হলাম ।
আসুন না অন্যকে বলার আগে নিজের দিকে একটু নজ়র দিই, যদি একটুও শোধরানো যায় !