অনেকটা পথ  এগিয়েছিলাম আমি  ঋজু হয়ে,
দৃৃপ্ত ভঙ্গিমায় মাথা উঁচু করে,
কত ঝঞ্ঝাই তো পার করেছিলাম দৃঢ় পদক্ষেপে।
দুঃখ সুখের মেলায়, অনেক ঘুরেছি আমি
আক্ষেপ ছিলনা কোনও – তুমি ছিলে পাশে।


উজ্বল দীপশিখা,  চিরবসন্ত আমার
তুমি কল্লোলিনী বহমানা শ্রাবণের ধারা,
দিশাহারা হেমন্তের শুকনো বিকেলে -
তুমিই আমার শুকতারা।
........................
........................

মাঝপথে অবেলায় সেই তুমি পাশে নেই !
অজানা একলা পথে সাথীহারা তাই।


অপার ক্লান্তি আর শূন্যতা নিয়ে
দিশাহীন পথ চলা গন্তব্যহীন।  
বেদনারা ভিড় করে করে কোলাহল
নুতন বন্ধু নিঃসঙ্গতারে দেখি পাশে !!
সে শুধু দুঃখ দেয়, মুখে তার হাসি নেই
আছে তার হিমশীতল নিস্তব্ধতা।


শূন্য করে দিয়ে খাঁঁচা মেলে দিয়েছিস ডানা
আমি একা পড়ে রই ঘোর তমসায়  !!


পোড়ে মন কী জ্বলন, অসহ্য বিষময় অবর্ণনীয় !
তারে শুধু সেই বোঝে, সে আগুনে যে বা জ্বলে
অবিরাম, অবিশ্রাম, প্রতিনিয়ত।


ডানাকাটা পাখিটার খোলা আকাশের নিচে
যন্ত্রনাকাতর হয়ে বেঁচে থেকে প্রতিপলে মরার  মতন।
কেউ নয় কেউ নয়
বুঝবেনা কেউ তার মনের ব্যথা ...

পাবেনা জেনেও তারে, তবুও খুঁজে মরে
সাথী হারানোর ব্যথা কী যে  বিষময় !
ওরে বুঝবেনা কেউ তার মনের ব্যথা ...
======================  
অমিতাভ (২৩।৩।২০১৫)সকাল ৬-৩০, বাড়ি