বশ্যতা মেনেছে সুন্দর, অসুন্দরের কাছে
হারিয়ে গিয়েছে সুর -
কলরোল কোলাহল দিশাহীনতার কাছে


ফুলেরা ফোটেনা আর বকুলবিথীতে
রক্ত আর মজ্জার পচা গন্ধ চারিদিকে


মেরুদন্ডরা যত, ইতস্তত পড়ে রয় বিক্ষিপ্ত হয়ে,
শুধুই আপন আপন সুখের ভ্রান্তিবিলাসে


চোরায় না শোনে কোনও ধর্ম কাহিনী
বিধর্মী বেঁধেছে বাসা প্রাসাদ অলিন্দে

নগ্নতায় মগ্ন ওরা ...
পৈশাচিক হুঙ্কার করে সিংহ দরজায়


ন্যুব্জ কুব্জ এক ক্লান্ত সমাজ
হামাগুড়ি দিয়ে চলে -ব্যথা নিয়ে বুকে,
বশ্যতা মেনেছে সুন্দর, অসুন্দরের কাছে।


রাতের ঘুম পাড়ানি গান, হয়ে গেছে ম্রিয়মাণ
দুগ্ধপোষ্য শিশুটিও বুঝি স্বপ্ন দেখেনা আর  
অভাগী মায়ের কাছে গান শোনবার ...


প্রভাতি কীর্তণে শুনি -
উন্মত্ত কলরোল তোষামোদের বোল,
ক্লীবত্ব   - চারিদিকে শুধুই আজ ক্লীবত্বের ধুম ...


বশ্যতা মেনেছে সুন্দর, অসুন্দরের কাছে।
=======================
অমিতাভ (২৮।৩।২০১৫) বিকেল ৪-৪৫


( আজ সকল কবি বন্ধুদের কাছে  আমার ১০০ তম কবিতাটি পোষ্ট করলাম , কেমন লাগলো জানাবেন )