ওগো মেয়ে -
এবার তুমি
জ্বলেই ওঠো
মাভৈ বলে জ্বলে।


জ্বালিয়ে দাও
জগৎটাকে -
জাগুক সবে
জ্বালায় জ্বলে
জ্বলার ব্যথা বুঝে।


কত হাজার
বছর ধরে
জ্বলছো তুমি জ্বলে -
নীরব অশ্রুজলে !!


নারীসত্ত্বার অবহেলা -
পুরুষ পশুগুলির
যত পশুবৃত্তি দিয়ে,
ওদের পুরুষত্বের ঔদ্ধত্য
আর উন্মাদ কামানলে।


তাই
জ্বালিয়ে জাগাও
এবার তুমি,
জাগুক সবে
জ্বলার জ্বালায়
তীব্রতম জ্বলে।


মুক্ত কর
নিজেরে এবার
আপন মহিমাতে-
মাভৈ বলে জ্বলে।
============
অমিতাভ (৩০।৩।২০১৫)


( সমগ্র নারী জাতিকে জানাই আমার ঐকান্তিক সহানুভূতি ও দিতে চাই তাদের প্রাপ্য সম্মান )
একবিংশ শতাব্দির ঊন্নত পৃৃথিবীতেও যখন দেখি দিকে দিকে এখনও অনেক বিষয়েই রয়ে গেছে অনেক বৈষম্য এবং অনেক অসন্তোষ। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হল প্রায় অর্ধেক জনসংখ্যা নারী হলেও তারা তার প্রাপ্য অধিকার থেকে অনেকাংশেই বঞ্চিত। এবং আমি মনে করি বৃহত্তর সমস্ত সমস্যার মূল এখানেই প্রোথিত। নারীর প্রাপ্য অধিকার বলবৎ হলে অনেক সামাজিক সমস্যা আপনা হতেই নিরসন হবে । আখেরে মানবজাতীরই মঙ্গল। তাই নারীর প্রাপ্য অধিকার যত শীঘ্র হয় তা পাওয়া অবশ্য করনীয় কাজ, আপনারা পুরুষ নারী নির্বিশেষে সকলে ভাবুন ও তৎপর হউন ।