অনির্বাণ দীপ জ্বলে হৃদয়ের নিভৃতে
অমলীন ভাস্বর - অমর প্রেমের দীপশিখা হয়ে ।
শেষ হইয়াও শেষ হয় না সে আর
তারে যে যায়না ভোলা প্রেম দুর্নিবার!


ধূপ জ্বলে ছাই হয় তবু তার রয়ে যায় রেশ
রেখে দিয়ে যায় তার সুরভিত সুগন্ধ ছড়ানো পরিবেশ ।
হৃদয় বীণার তারে সুর লয় সঙ্গীতে
অমর প্রেমের সুর ওই বাজে অনিবার -প্রিয়ার আমার ...


অবুঝ প্রেমিক মন, নির্ঘুমে নিশুতি এই রাতে
বসে আছি ওরে প্রিয়া দখিন দুয়ারখানি খুলে,
জোৎস্নাস্নাত আঙ্গিনায় আমি একেলা ...
শূন্যে দুবাহু মেলে এই অবেলায়।


মেঘেদের কোণে ওই নিশিথের বাঁকা চাঁদ জাগে,
উদাসী হাওয়ার সাথে রাত ওই বাড়ে পায়ে পায়ে ।
অধীর অপেক্ষায় আমি বসে ব্যাকুল হৃদয় নিয়ে- আমি একেলা ...
ধরা দেবে তুমি এসে বুঝি ভরা জোছনায়।


বসে আছি আমি প্রিয়া
নৈবেদ্য প্রেমের নিয়ে হাতে
অবুঝ অধীর হয়ে পুজারী তোমার !
যে দীপশিখা তুমি জ্বেলেছিলে হৃদয়ে আমার
তারই আলোর মায়ায়, রূপকল্প ছায়ায়
অনন্ত অপেক্ষায় বসে - আমি একেলা...
====================
অমিতাভ (৮।৪।২০১৫)বাড়ি, রাত ১২-৪৫