হে ই ই ই ... উড়ি উড়ি
নীল ল্ ল্ ...  ঐ আকাশে উড়ি
কত না রংএর  এই ফুলঝুরি
মুক্তির স্বাদ নিয়ে উড়ি।


হে ই ই ই ...
কত না রংএর কারিগুরি
পেটকাটি চাঁদিয়াল গয়লা হয়ে দেখ উড়ি
নানা রংএ সেজে ওড়া ঊড়ি
আজ শুধু ভেসে ভেসে উড়ি।


হে ই ই ই ...
আজ আমি ঘুড়ি, ডানা মেলে উড়ি
চুর্ণি -সাদা মেঘেদের সাথে
খোলা আকাশের  নীলে মিশে-হাঃ ...
ঐ আকাশের পারে  শুধু উড়ি আর উড়ি।


হে ই ই ই ... উড়ি উড়ি
ওরে মেঘ পরী, আয়না হাত ধরি
খোলা আকাশের এই নীলে
তোরে নিয়ে প্রাণভরে উড়ি - হাঃ
হে ই ই ই ... উড়ি উড়ি।


রামধনু রং মেখে স্বপ্নসুন্দরী ওরে -
আয়না আঁচল উড়িয়ে তোর উড়ি
দুজনায় ওই নীলে
আজ শুধু ভেসে ভেসে উড়ি - হাঃ
হে ই ই ই ... উড়ি ঊড়ি!!
===================
অমিতাভ (১২।৪।২০১৫) সকাল ১০-০০


ছুটির দিন আজ সকাল বেলায় বসে ‘স্মুদ জ্যাজ্ মিউজিক’ শুনছিলাম,
শুনতে শুনতেই কি জানি কেন ওই সুরের উপর একটা ‘লিরিকেল ফর্মে‘
কবিতাটা লিখলাম,
কেমন লাগলো জানালে খুশি হব ।