শেষ হয়ে গেল আরও একটা বছর
আর তার সাথে হোলো শেষ
‘শুভ নববর্ষের যত প্রীতি ও শুভেচ্ছা’


ভোর হতেই আবার শুরু -
ধানের মড়াইএর নিচে
শত শত ইঁদুরের গর্ত খোঁড়ার কেচ্ছা!


খুঁড়ে চলেছে কেঁচোরাও গর্ত মাটির ভিতর
এখানে ওখানে শুধু ঢিবি আর ঢিবি
সমতল নেই আর চলার মতন !!


চারিদিকে কলরোল কোলাহল
অদুরেই করাত কল –
কানে আসে
কাঠ চেরাইএর সুতীব্র আর্তনাদ ধ্বনি।


একে একে পাড় ভাঙ্গে
ছোট ছোট স্বপ্নের বীজতলা, কাঠামো
ক্রমাগত ভেঙ্গে পড়ে তিল তিল করে -
খরস্রোতা অনিশ্চয়তার অন্ধকার গহ্বরে ।
ভেঙ্গে পড়ে  একটু বাঁচার আশ
নির্দয় নির্মম অসহায় ভাবে –
ঘুর্ণি বলয়ে ওই আগামির কোলে ।


রাতের তারাদের নিচে নির্ঘুম রাতে-
মানস চক্ষে দেখি
দাঁত বার করা হাত নিয়ে
দাঁড়িয়ে রয়েছে এক ইয়া ‘বুলডোজার’
আর পাহাড় ফাটানোর কল ‘ডিটোনেটার’
পালাবার পথ বুঝি বন্ধ এবার।


চেরাইএর আর্তনাদ ...
অসমতল পথ আর উঁচু উঁচু ঢিবি ...
একটু একটু করে পাড় ভেঙ্গে পড়ে দুই কূল হতে ...
রাত ভোর হয়।


শুরু হয়ে যায়
ধানের মড়াইএর নিচে
শত শত ইঁদুরের গর্ত খোঁড়া ...


এ’পৃথিবী আজ এক – নরক জঞ্জাল !!
========================
অমিতাভ (১৬।৪।২০১৫) বাড়ি, সকাল ৬-৩০