“ত্যাগেই মুক্তি ও আনন্দ অপার
ত্যাগই মহাণ এই ত্যাগেই নির্বাণ ”
বলে গেছেন মহাজ্ঞ্যনী, যত মহাপ্রাণ ...


তারই সারমর্ম বুঝে
সারার্থ নিয়ে,  
ক্রমাগত চলেছি করে ত্যাগ
আমরা আজ কাল -
দিন দিন প্রতিদিন
অবিরাম নিশিদিন ...


মল মুত্র থুথু আর ঘাম,
সাথে বীর্য অঢেল অফুরান   !!!
==================
অমিতাভ (১১।৪।২০১৫ )সকাল ১০-৩০


(** এই সমাজে আজও অনেক জ্ঞানী গুনি পবিত্র জন আছেন, হয়তো বা লোকচক্ষু্র আড়ালেই রয়েছেন তাঁরা। তাঁদেরকে পুর্ণ শ্রদ্ধা জানিয়ে সরিয়ে রেখে আমার এই বক্তব্য।
একটু তির্যক আঙ্গিকে লেখা। কাউকে নির্দিষ্ট করে নয় ।
তবে নিশ্চিত্ এই লজ্জাজনক অবক্ষয়ের প্রতি, যাতে আমিও বহুলাংশে সামিল কিংবা দায়ি।
এই সমাজের প্রতি আমাদের অনেক দায়বদ্ধতা আছে। একটি সুন্দর স্বাস্থকর আনন্দময় এবং বাসোপযুক্ত মানবিক সমাজ প্রতিষ্টার লক্ষে আমাদের অনেক অবাঞ্ছনীয় অভ্যাসকে জয় করতে হবে।ভুললা চলবেনা,  তা না হলেই এই অবক্ষয় – যা কিনা আজ চারিদিকে ছড়িয়ে রয়েছে ... ক্রমেই গ্রাস করবে মানব সভ্যতা)