এমনই বৈশাখী দিনে তুমি ছিলে পাশে
অবাধ্য হাওয়া তখন ভরা বৈশাখে -
আঁচল উড়ায়ে উল্লাসে,
হাসছিল লাল টিপ তোমার চিবুকের তিল
আমার হৃদয় বানভাসি।
ঝোড়ো হাওয়ায় ভাসা উদ্দামতায় নেশা
তুমি আমি বসে পাশাপাশি।


স্বপ্ন রঙীন সেই আনন্দঘন দিন
ভেসে গেছে কোনও এক বৈশাখী ঝড়ে।


আবারও এসেছে বৈশাখ
আজও সেই ঝড় ওঠে করে কোলাহল।
আঁচল ওড়েনা আর
নেই আর লাল টিপ
নেই সেই চিবুকের ঘন কালো তিল,
শুকনো পাতারা ওড়ে
মুখে ধুলো মেখে যায় - বৈশাখী ঝড়।


শুনতে পাইনা আর নূপুরের নিক্কন,
দেখিনা এক রাশ ঘন কালো চুল
বেসামাল হয়ে ওড়া ঝড়ের বাতাসে,
বিদায় জানিয়ে তুমি কোন পরবাসে?


তুমি আজ নেই পাশে তবু ঝড় বৈশাখে
শুকনো পাতারা ওড়ে ঝড়ে,
মুখে ধুলো মেখে যায় - বৈশাখী ঝড়।
===================
অমিতাভ (২২।৪।২০১৫) বিকেল ৫-৩০