উড়ে উড়েই ঘুরি আমি উড়নচন্ডী এক
চৈত্রের মেঘ আমি উড়ো ...
বাউন্ডুলে  আমি এক নেই ঠিকানা কোনও
সারা আকাশ আমার পুরো।


এসো না দুহাত ধরি তোমারেও নিয়ে উড়ি,
খোলা আকাশের নিঃসীমে নীলে -
ঠিকানাবিহীন এক বাউন্ডুলে সাদা মেঘ
চৈত্রের মেঘ আমি উড়ো ...


উড়তে উড়তে নীল  
আকাশের মাঝ পথে -
ভাবছি এবার উড়ে যাবো –
তেপান্তরের মাঠ, তের নদীর পার
সাত সমুদ্দুরও পার হয়ে যাবো ...


নিজেই জানিনা আমি কোথায় করেছি শুরু
কবে যে কোথায় তার শেষ !
উড়েই চলেছি আমি উড়নচন্ডী এক
নেই ঘর নেই কোনও দেশ
যেন এক বেদুইন নয়তো দরবেশ ...


ঠিকানাবিহীন এক বাউন্ডুলে সাদা মেঘ
চৈত্রের মেঘ আমি উড়ো ...
===============
অমিতাভ (২০।৪।২০১৫) দুপুর ১২-৪০