দুরন্ত দৈত্যের পদসঞ্চারে -
নীল আকাশের নিচে ওই পাহাড়তলিতে
ভেঙ্গে দিয়ে গেছে এক সমাজ লোকালয়,
জনপদ ইতিহাস তর তাজা প্রাণ।
কী নির্দয় নির্মম
উন্মত্ত দৈত্যের হিংস্র আষ্ফালন!


এমনই একদিন -
ভেঙ্গেছে কেদার বড় নির্মম ভাবে
ভেঙ্গেছিল ‘জিউসের’ মন্দির
শত শত বৌদ্ধগুম্ফা আর  ভিক্ষুদেরও
ধ্বংস করেছিল একদিন।


তুমি নাকি দয়াময় সৃষ্টি কর্তা তুমি
কেন তবে নির্বাক স্থানুর হয়ে রও ক্লীবের মতন ?
====================
অমিতাভ (২৮।৪।২০১৫)বাড়ি, সকাল ৮-৩০


** নেপালে প্রকৃতির এই নির্মম আঘাত এবং শহস্র মানুষের অসহায় অবস্থা
আর যে সহ্য হয়না। তারই প্রেক্ষিতে এই লেখা। কেউ যদি ক্ষুন্ন হন , আমাকে
ক্ষমা করবেন । এ আমার ব্যক্তিগত মত । কারও বিশ্বাসকে আমি আঘাত করতে পারি না।


আসুন ওদের পাশে দাঁড়াই মনুষ্যত্ব নিয়ে দু হাত বাড়িয়ে