ক্ষুদ্র নশ্বর জীব মানুষ আমার নাম
সীমিত ক্ষমতা নিয়ে  জন্ম আমার,
কান পেতে শুনি ওই
অগনিত মানুষের আর্ত চিৎকার
শূন্যে বাড়িয়ে দুটি হাত ...


কেন তবে আজও তুমি মূক ও বধির হয়ে
সহাস্য মুখে চেয়ে রও?

শুনতে পাওনা কী তুমি আর্তের হাহাকার
সহস্র কন্ঠের তীব্র আর্তনাদ?


তবে কী তুমিও এক একচক্ষু বিধাতা সমান?


সন্তানেরা কাঁদে আর তুমি হেসে চেয়ে রও
পাড়্ ভাঙ্গে লোক ভাঙ্গে, ভেঙ্গে যায় লোকালয় –
নির্বিকার কেন আজ, কেন তবু নিস্তব্ধ নিথর?


তুমি সৃষ্টিকর্তা ওগো বিশ্ববিধাতা –
কোথায় উজ্বলতম তোমার পৌরুষের গৌরব?
অদৃশ্য হয়েই যত খেলা খেলে যাও
অতি ক্ষুদ্র এই নশ্বর মানবের সাথে
আচম্বিতে, নেই তার কোনও পুর্বাপর!
দেখতে পায়না কেউ, আড়ালে নিজেরে রেখে
আপনার মনে খেল আর শুধুই কাঁদাও।


ঝালে ঝোলে অম্বলে এক কোণে চুপি সাড়ে
সিংহাসনে বসে শুধু পূজা নিয়ে যাও।


তুমি নাকি দয়াময় সৃষ্টি কর্তা তুমি
কেন তবে নির্বাক স্থানুর হয়ে রও ক্লীবের মতন ?
====================
অমিতাভ (২৮।৪।২০১৫)বাড়ি, সকাল ৮-৩০


** নেপালে প্রকৃতির এই নির্মম আঘাত এবং শহস্র মানুষের অসহায় অবস্থা
আর যে সহ্য হয়না। তারই প্রেক্ষিতে এই লেখা। কেউ যদি ক্ষুন্ন হন , আমাকে
ক্ষমা করবেন । এ আমার ব্যক্তিগত মত । কারও বিশ্বাসকে আমি আঘাত করতে পারি না।


আসুন ওদের পাশে দাঁড়াই মনুষ্যত্ব নিয়ে দু হাত বাড়িয়ে