যৌবন এসেই তার অধিকার নিয়ে নেয় মস্তিষ্কে ও দেহে
নির্মল সুকোমল সুচারু এই কিশলয় মনে,
অজান্তেই বিষ ঢালে, সমগ্র শরীর করে নীল।


একে একে করে যায় চরিত্র হনন
অজান্তে এই দেহে,
অপরিনত যৌবনে নিতান্ত অবাধ্য ওই
যৌনতারা এসে।


মুহুর্তে বদলায় দৃশ্যপট রুপকল্প চাল চিত্র ও কাহিনী -
যখনই তোমারে দেখি  সামনে আজকাল
বিষাক্ত এই শরীরে আজ আমার চোখেরাও যে নীল,
জানিনা কোথা হতে বুঝি হাজার  হাজার চোখ  
এই শরীরের আনাচে কানাচে এসে জোটে,
শুধুই কুমন্ত্রনা দেয় সর্বাঙ্গে এই দেহে।


কোলাহল করে ওরা অসহিষ্ণু হয়ে – উন্মত্ত চিৎকারে
চাই চাই ওই দেহ চাই নরম মাংস চাই
চাই অনন্ত যৌন সুখ এখনই ওদের।
হিংস্র সরীসৃ্প হিস হিস করে ওঠে জিভে লালা নিয়ে
আমারে অবশ করে বিষ ঢেলে দিয়ে।


অপরিনত যৌবনে অবাধ্য যৌনতারা এসে
করে যায় চরিত্র হনন অজান্তে এই দেহে।
=========================
অমিতাভ ( ৩০।৪।২০১৫)বাড়ি, সকাল ৯-০০


** আমার এই লেখা যৌবনকে নিয়ে, যা কিনা আমাদের সকলের জীবনের একটা
অঙ্গ, জন্ম ও মত্যুর মত সত্য। এই যৌবনকে নিয়ে অনেক কাব্য গাথা,অনেক
অনেক কথা ও অনেক লেখা।যৌবনেই উদ্গম হয় আগামির সমস্ত স্মভাবনা ।
কিন্তু আমি তার একটা বিশেষ দিক তুলে ধরতে চেয়েছি - সে যখন আসে
কেমন অপ্রস্তুত করে , তোলপাড় করে দিয়ে যায় কিশলয় মন,
অজান্তে খেলে যায় নিষ্ঠুর ভাবে।
আমার মনে হয় শিশুদের আরও অনেক অনেক বেশি করে এই যৌবন ও
যৌনতার ব্যপারে তাদের মতন করে জানানো দরকার, আগামি দিনে তার
প্রাদুর্ভাবের আগে, যাতে করে তারা বিপদে না পড়ে।
এ’ আমার ব্যক্তিগত মত। ভিন্ন মত থাকতেই পারে।