পাগল এ’মন কালো ভ্রমর
গুনগুনিয়ে করে ভ্রমন
ফুলের চারিধার –


মাখবে রেনু অঙ্গ ভরে  
গন্ধ নেবে পাপড়ি চুমে
উত্তাল উন্মাদ ...


ডুব দিয়ে তার মধুভান্ডে
আকন্ঠ পান করবে তারে
ভ্রমর ভেবেই মাতাল


উড়িয়ে দিলে আঁচলখানি
ঐ আকাশের নীলে -
নীললোহিত - নীলকন্ঠ যে আজ
নীলাঞ্জনার নীলে


গুনগুনিয়ে গুঞ্জরনে
ভ্রমর ওড়ে কুঞ্জবনে পরাগে রেনুতে


পাগল এ’মন কালো ভ্রমর
গুনগুনিয়ে আজ ...
উতল হাওয়ায় যায় ভেসে যায়
উত্তাল উন্মাদ


========================
অমিতাভ(১৩।৫।২০১৫)লেকের ধার, সকাল ৬-৩০