উড়ছে ঘুড়ি ঊড়ছে দেখি উড়ছে ওরা উল্লাসে
ওই আকাশে নীলের মাঝে কত রঙে ওই ভাসে।
আনমনে তাই দেখছি ওদের একলা বসে আলসেতে
মেঘের দেশে উড়ছে ওরা খোলা হাওয়ায় বানভাসি।


আমারও যে চাইছে এ’মন যাই উড়ে যাই তোর সাথে
চিলে কোঠায় কেমন যেন বন্দি জীবন আলসেতে।
বাড়িয়ে আছি দুহাত আমার – নে না আমায় তোর সাথে !!


উড়বো আমি নীল আকাশে সাদা মেঘের ভেলাতে
দুঃখ গুলো যাবো ছেড়ে ভাসবো হাওয়ায় মৌতাতে।
===========================
অমিতাভ (১৭।৯।২০১৩) বিকেল ২-৩০